একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (২৮ নভেম্বর) দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এ তালিকা দেয়া হয়েছে। আসন্ন এ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাজোটের সাথে নির্বাচন করার কথা থাকলেও এককভাবে এসব প্রার্থী দেয়া হলো।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে লড়বেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া ময়মনসিংহ-৪ ও ৭ আসনে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, লালমনিরহাট-৩ আসনে দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচন করবেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লড়বেন চট্টগ্রাম-৫ আসনে, ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশীদ, কক্সবাজার-৩ আসনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু, রংপুর-১ আসনে মশিউর রহমান রাঙ্গা, কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু, নাসরিন জাহান রত্না লড়বেন বরিশাল-৬ আসন থেকে।
নীলফামারী-৪ আসনে দুইজন প্রার্থী রেখেছে দলটি। শওকত চৌধুরী বা আদেলুর আদেল লড়বেন এ আসন থেকে। কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৬ আসনে নূরুল ইসলাম ওমর, পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৫ আসনের সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম।
ঢাকা-৪ আসনের আবু হোসেন বাবলা, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মেজবাহ, সিলেট-২ আসনে ইয়াহ হিয়া চৌধুরী, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, কুমিল্লা-২ আসনে আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা-৮ আসনে নুরুল ইসলাম মিলন, খুলনা-১ আসনে সুনীল শুভরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।