লুজারের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৮ ১৬:১৬:৫০
বুধবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আলহাজ্ব টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৭.২০ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৮৮.১০ টাকায়। অর্থাৎ আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ৯.১০ টাকা বা ৯.৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে স্কয়ার টেক্সটাইলের ৯.২১ শতাংশ, খুলনা পাওয়ারের ৭.৫১ শতাংশ, এমবি ফার্মার ৭.১৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৪২ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.০৪ শতাংশ, স্কয়ার ফার্মার ৫.৯৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫.৭০ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২৬ শতাংশ কমেছে।