যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ ৬
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৪:৫৫:১৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার শিশুসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। তারা সবাই দগ্ধ হয়ে মারা গেছেন বলে আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। বুধবার মধ্যরাত ২টার দিকে ওই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার রাতে শহর থেকে একশ’ ১৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
কিন্তু এর আগেই বাড়ির ভেতর দগ্ধ হন ওই বাড়ির সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দু’টি ক্যাস কাউন্টি শেরিফের কর্মকর্তারা সেখানে পৌঁছান। তারা বাড়িটিতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আগুন এবং তাপের কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই পুরো বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
আগুন ছড়িয়ে পড়ার পরেই দুইতলা ভবনটির ছাদধসে পড়ে। বাড়িটি কাঠের তৈরি ছিল। কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













