উভয় বাজারে লেনদেন বেড়েছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৫:১১:৪৫


বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৩ ও ১৮৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি টাকার।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ১১১টি বা ৩৩.২৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮২টি বা ৫৪.৪৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.২৮ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। এদিন কোম্পানির ৪৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ২৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার।

লেনদেনে এরপর রয়েছে- অ্যাডভেন্ট ফার্মা, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ভিএফএস থ্রেড ডাইং, কাট্টালি টেক্সটাইল, এসকে ট্রিমস এবং কুইনসাউথ টেক্সটাইল

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। সিএসইতে আজ মোট ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।