বৃহস্পতিবার (২৯ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২৮.১০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯০.৮০ টাকায়। অর্থাৎ সোনালী আঁশের শেয়ার দর ৩৭.৩০ টাকা বা ৭.০৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, স্টাইলক্রাফটের ৫.৮৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৫.৭৭ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৫.৬৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৫৬ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.২৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৭২ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৪.৭১ শতাংশ এবং বিবিএস কেবলসের শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমেছে।