ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৯ ১৬:২৮:১৭
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোটি ২২ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৬ লাখ ২১ হাজার ৭৮৮ টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির মোট ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকার, মুন্নু জুট স্ট্যাফলার্সের ১ কোটি টাকার, সামিট পাওয়ারের ৮৩ লাখ টাকার, এম.এল ডাইংয়ের ৪৪ লাখ ৮৬ হাজার টাকার, আমান ফিডের ৫০ লাখ ১৭ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০ লাখ ৬০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬ লাখ ১৫ হাজার, ইনটেকের ১২ লাখ ১৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৯৭ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৮ লাখ ১৫ হাজার টাকার, ফার্মা এইডসের ৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।