বিটিভিতে আজ ইত্যাদি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-৩০ ১১:১৬:২৮


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে সুনামগঞ্জের দুর্গম অঞ্চল তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা বিসিআইসি’র টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পে।
এবারের পর্বে রয়েছে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর প্রতিবেদন। এ পর্বে দেখানো হবে ওয়ার্ল্ড হেরিটেজ অব টাঙ্গুয়ার হাওর, প্রায় ১২শ’ বছরের পুরনো লাউড় রাজ্যের হলহলিয়ার হাওলি দুর্গ ও রাজবাড়ি, বারেকটিলা, সপ্তগঙ্গার মিলনকেন্দ্র সীমান্ত নদী জাদুকাটা, জয়নাল আবেদীনের শিমুল বাগানসহ অসংখ্য দৃষ্টিনন্দন দৃশ্যাবলি।
দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আবদুল করিম, মহাভারতের প্রথম অনুবাদক ও মহাকবি সঞ্জয়’র ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি।
সুনামগঞ্জের মরমি সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ ও শাহ্ আবদুল করিমের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন শিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীরা।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।