সাপ্তাহিক গেইনারের শীর্ষে মুন্নু জুট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০১ ১১:১৬:০৫
বিদায়ী সপ্তাহে পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু জুট স্টাফলার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ৫৯৫.৪০ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২ হাজার ৪.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪০৯.৩০ টাকা বা ২৫.৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লাক্সোস্মিথক্লাইনের ২৪.৬৬ শতাংশ, রংপুর ডেইরির ২৪.১১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৩.৩২ শতাংশ, আইটি কনসালটেন্টসের ২২.৯২ শতাংশ, এমএল ডাইংয়ের ২০.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৭.১১ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১৫ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের শেয়ার দর ১৪.৮৯ শতাংশ বেড়েছে।