ব্লক মার্কেটে ১০৮ কোটি টাকার লেনদেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০১ ১৫:১৭:২১


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোটি ১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫১ শতাংশ বেশি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয়েছিল ৭১ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন আগের সপ্তাহ থেকে ৩৬ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা বা ৫১.৩৩ শতাংশ বেশি হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির মোট ৪২ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ফারইস্ট নিটিংয়ের।

এছাড়া আমার ফিডের ৫০ লাখ ২০ হাজার টাকার, বিবিএসের ২৭ লাখ টাকার, বিবিএস কেবলসের ৯ লাখ ৬০ হাজার টাকার, বিডি থাইয়ের ৩১ লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৯ লাখ টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬ লাখ ২০ হাজার টাকার, অলিম্পিকের ৭৭ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২ লাখ ৪০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৮ লাখ ২০ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৩০ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ৮৩ লাখ টাকার, ইউনিক হোটেলের ৫ কোটি ৩৪ লাখ টাকার, ওয়াটা কেমিক্যালের ৩৮ লাখ ৩০ হাজার টাকার, শেফার্ডের ৫২ লাখ ৯০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইয়ের ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার, রেনেটার ৭ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার, ফার্মা এইডসের ১১ লাখ ৩০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ২ কোটি টাকার, মুন্নু সিরামিকের ৪ কোটি ৫৫ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৩ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকার, ইনটেকের ৯০ লাখ ১০ হাজার টাকার, আমান কটনের ২৫ লাখ ১০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৪৮ লাখ ৮০ হাজার টাকার এবং ব্র্যাক ব্যাংকের ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।