নাইটক্লাবে আগুন: রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট: ২০১৫-১১-০৪ ২০:৫৪:১৮


romanian prime minister pic_89462নাইটক্লাবের অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হওয়ার ঘটনায় গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন রোমানিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা। দুর্ঘটনার পর প্রায় ২০ হাজার রোমানিয়ান নাগরিক রাজপথে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে। খবর বিবিসির।

গত শুক্রবার রাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়। এই দুর্ঘটনায় আহত হয় ১৫০ জনের বেশি। দুর্নীতির অভিযোগ ও জনগণের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছে বিক্ষোভকারীরা। ভিক্টর পন্টা রোমানিয়ার প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, ট্যাক্স ফাঁকি ও মানি লন্ডারিংয়ের জড়িত থাকার অভিযোগে মামলা চলছে।

এ প্রসঙ্গে ভিক্টর পন্টা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। জনগণের ভোটে নির্বাচিত হয়েও আমি ও আমার সরকার পদত্যাগ করছি। আশা করি, যারা আমার পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছেন তারা খুশি হবেন।

সানবিডি/ঢাকা/রাআ