রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের অভিযোগ গঠন করা হয়েছে তেহরিকে লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নেতা খাদিম হোসেন রিজভি ও আফজাল কাদরির বিরুদ্ধে। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পাকস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তবে সরকারের এমন উদ্যোগের সমালোচনা করেছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)। এ দলটির সিনিয়র নেতা রানা সানাউল্লাহ বলেছেন, টিএলপি নেতাদের বিরুদ্ধে কঠোর অভিযোগ গঠন করার মাধ্যমে পুরো পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির শাস্তি যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
আসিয়া বিবি ইস্যুতে পাকিস্তানজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে টিএলপি। আসিয়া বিবি খ্রিস্টান সম্প্রদায়ের একজন নারী। ধর্ম অবমাননার অভিযোগে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল।
কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ না পাওয়ায় সম্প্রতি তাকে বেকসুর খালাস দেয়। এ ঘটনায় পাকিস্তানে তীব্র আন্দোলন গড়ে তোলে টিএলপি। অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরের জনজীবন।
এ অবস্থায় ধর্মীয়-রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে নিরাপত্তা রক্ষাকারীরা। ২৩ শে নভেম্বর রিজভিকে আটক করে নেয়া হয় নিরাপত্তা হেফাজতে। এ ইস্যুতে শনিবার সংবাদ সম্মেলনে ইসলামপন্থিদের বিরুদ্ধে চালানো ওই অভিযান সম্পর্কে বক্তব্য রাখছিলেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি বলেন, ব্যাপক আকারে অভিযান চালানো হয়েছিল। এতে অংশ নেয় সরকারের সব প্রতিষ্ঠান। বড় বড় বিরোধী দলও সরকারের এ অভিযানে সমর্থন দিয়েছে। টিএলপি রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল বলে তাদের বিরুদ্ধে অপারেশনে মিডিয়া সমর্থন দিয়েছে বলে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।