বেঙ্গল গ্রুপের তিনটি অঙ্গ প্রতিষ্ঠান রোমানিয়া ফুড, লিনেক্স মোবাইল, লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সাথে সিন্দাবাদ ডট কম এর ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী সিন্দাবাদ ডট কম তাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে রোমানিয়া ফুড, লিনেক্স মোবাইল ও লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সকল পণ্য ক্রেতাসাধারণের কাছে বিক্রয় করতে পারবে।
বনানীর একটি অভিজাত হোটেলে গত মঙ্গলবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের উক্ত প্রতিষ্ঠান সমূহের সিইও কে এম আলী এবং সিন্দাবাদ ডট কম এর সিইও জীশান কিংশুক হকসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।