পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে অবাক না হয়ে পারা যায় না। সে ধরনের কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়েই আমাদের এবারের আয়োজন।
ট্রেনে হল দেখা
একজনের নাম বিংহাম, অপরজনের নাম পাওয়েল। ১৯২০ সালে পেরুর একটি যাত্রীবাহী ট্রেনে সাক্ষাৎ হয় তাদের। কিন্তু মজার ব্যাপার হল, একই ট্রেনে আরেকজনের সঙ্গে এই দু’জনের সাক্ষাৎ হয় যার নাম— বিংহাম পাওয়েল!
মুখোমুখি
১৯১৫-১৬ সালে গালিপোলিতে যুদ্ধ হয়। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের ছোড়া দুইটি বুলেট একে অপরের মাঝখানে আঘাত হানে। মজার ব্যাপার হল, উভয় বুলেটই কেউ কাউকে ভেদ করে বেরিয়ে যেতে না পেরে মাঝামাঝি আটকে থাকে।
মিস আনসিঙ্কেবল
তিনি কখনোই ডুববেন না— না, এটা ভবিষ্যদ্বাণী নয়। বাস্তব জীবনেই এটা করে দেখিয়েছেন এক নারী। ভায়োলেট জেশপ— আর্জেন্টাইন এই সেবিকা তিন-তিনবার জাহাজডুবির কবলে পড়েছেন, কিন্তু একবারও মারা যাননি। তিনি কোন কোন জাহাজে ছিলেন জানেন? টাইটানিক, ব্রিটানিক, অলিম্পিক— ভয়াবহতম ওই তিন জাহাজ দুর্ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তিনি!
বাবাতে শুরু ছেলেতে শেষ
হুভার জলাধারে কাজ করতে গিয়ে ১৯২২ সালের ২০ ডিসেম্বর মারা যান টিজে টির্নি। জলাধারটিতে কাজ করতে গিয়ে ওটাই ছিল প্রথম মৃত্যুর ঘটনা। ঠিক ১২ বছর পর ১৯৩৫ সালে তারই ছেলে একই জলাধারে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর মধ্য দিয়েই জলাধারটিতে কাজ করতে গিয়ে কর্মী মৃত্যুর ঘটনার সমাপ্তি হয়। অর্থাৎ বাবায় শুরু, ছেলেতে শেষ! কাকতালীয়ভাবে বাবা-ছেলের মৃত্যুর দিনটিও ছিল এক— ২০ ডিসেম্বর!
দুইবার বেলতলায়…
ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বাসিন্দা জোসেফ ফিগলককে যেতে হয়েছে দুইবার। ১৯৩০ সালে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি বাড়ির জানালা দিয়ে একটি মেয়েশিশু পড়ে যায়। ঘটনাক্রমে শিশুটি ফিগলকের ওপর পড়ে এবং দু’জনেই বেঁচে যায়।
এক বছর পর আবারও একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফিগলক। এ সময় আবারও ওই শিশুটি জানালা দিয়ে পড়ে যায়। এবারও ঠিক ফিগলকের ঘাড়ে। যথারীতি এবারও মৃত্যু থেকে বেঁচে যান উভয়েই!
আসলেই জমজ
শুধু জন্মগতভাবে জমজ নয়, মিল রয়েছে আরও অনেক বিষয়েও। সিনেমার কাহিনীর মতোই নানা ঘটনা ঘটেছে স্প্রিনগার ভাতৃদ্বয়ের জীবনে। জন্মের পরই তাদের ভিন্ন দুই পরিবারের কাছে দত্তক দিয়ে দেন বাবা-মা। বড় হয়ে দুই ভাই লিন্ডা নামের এক নারীকে বিয়ে করেন। লিন্ডার গর্ভে উভয়ের আলাদা সন্তান হয়। তাদের নাম রাখা হয় একই— জেমস এ্যালান।
লিন্ডার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দুই ভাই আবারও বিয়ে করেন। এবারও বেট্টি নামের এক নারীকে বিয়ে করেন উভয়েই!
সানবিডি/ঢাকা/রাআ