সাইফ পাওয়ারটেক অধিনস্থ কোম্পানিতে বিনিয়োগ করবে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১১:০৯:০৫


শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ অধিনস্থ (সাবসিডিয়ারি) কোম্পানি সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল এবং মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ানিংয়েরসাইফ পোর্ট হোল্ডিংস ভবন, রাস্তা, সেতু ও অন্যান্য কাজের ডিজাইন, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, নির্মাণ কাজ করে থাকে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসা, ডেসকো, ওয়াসা এবং ডিপিডিসির পানি পথ, ডকইয়ার্ড, সমুদ্র ন্দর, স্থলবন্দর, নদীবন্দর, বিমানবন্দর ও অন্যান্য বন্দরের কাজ করে থাকে সাইফ পোর্ট হোল্ডিংস।

এ কোম্পানিটিতেই ৩ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার রয়েছে সাইফ পাওয়ারটেকের কাছে।