বিক্রয়ে ধস নামলো হামিদ ফেব্রিক্সের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১১:৪১:১৫


শেয়ারবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্সের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৮) বিক্রয় কমেছে ২৪ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২২ শতাংশ। যে কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্তির ৪ বছরেই মুনাফা ও লভ্যাংশ অর্ধেকে নেমে এসেছে।

কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্টের মাধ্যমে ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হামিদ ফেব্রিক্স শেয়ারবাজার থেকে প্রতিটি শেয়ার ৩৫ টাকা দরে ইস্যুর মাধ্যমে মোট ১০৫ কোটি টাকা সংগ্রহ করে। যে কোম্পানিটির শেয়ার দর রবিবার (০২ ডিসেম্বর) লেনদেন শেষে দাড়িঁয়েছে ২৪.৩০ টাকায় রয়েছে। আর কোম্পানিটির ২০১৪ সালের ২০ শতাংশ লভ্যাংশ ২০১৮ সালে নেমে এসেছে ১০ শতাংশে। এছাড়া ২০১৩-১৪ অর্থবছরের ৫.৫৮ টাকার ইপিএস নেমে এসেছে ২.০১ টাকায়।

দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ৩৮ কোটি ৭৮ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৪৮ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ৯ কোটি ৩৪ লাখ টাকার বা ২৪ শতাংশ।