অনুমোদন ছাড়াই পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা পর্যন্ত উন্নীত করতে পারবে শতভাগ বিদেশী মালিকানাধীন কোম্পানিগুলো। সম্প্রতি এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, বিধিমোতাবেক ১০ কোটি টাকার উপরে যেকোনো অংকের পরিশোধিত মূলধন ইস্যুর জন্য বাংলাদেশে নিবন্ধিত সব কোম্পানিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হয়। শতভাগ বিদেশী মালিকানাধীন কোম্পানিগুলোর জন্য এ নিয়ম শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। আর এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৮ নভেম্বর জারি করা হয়।
বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়, শতভাগ বিদেশী মালিকানাধীন কোম্পানিগুলো তাদের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা পর্যন্ত উন্নীত করতে বিএসইসির অনুমোদন গ্রহণের প্রক্রিয়া থেকে অব্যাহতি পাবে। তবে এজন্য তাদের অবশ্যই বিদেশ থেকে আদায়কৃত মূলধনের এনক্যাশমেন্ট সার্টিফিকেট ও নির্ধারিত ফি কমিশনে জমা দিতে হবে।
বিএসইসি কর্মকর্তারা বলছেন, দেশে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে বিএসইসি বিভিন্ন বিষয়ে ছাড় দিচ্ছে। এখন একটি কোম্পানির শতভাগ শেয়ার যদি বিদেশীরা ধারণ করেন, তাহলে সে কোম্পানির পরিশোধিত মূলধন শতকোটি টাকা পর্যন্ত করতে শুধু ফি আর এনক্যাশমেন্ট সার্টিফিকেট জমা দিলেই চলবে।
উল্লেখ্য, বিদেশী কোম্পানিগুলো বর্তমানে পরিশোধিত মূলধন নির্বিশেষে পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা থেকেও অব্যাহতি পাচ্ছে।
সান বিডি/এসকেএস