জুতার ব্যবসায় নামছে অলটেক্স

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৩ ১৪:১৯:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার জুতার ব্যবসায় নামছে। কোম্পানিটি চামড়া, কৃত্রিম চামড়া, রেক্সিন, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতি উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির উৎপাদিত জুতার মধ্যে থাকবে স্যু, জেন্টস ও লেডিস স্যান্ডেল, বুটস, ট্রেইনার, স্পোর্টস স্যু ইত্যাদি। জুতার পাশাপাশি কোম্পানিটি বেল্ট, ব্যাগ ইত্যাদিও তৈরি করবে। প্রভৃতি তৈরি, বাজারজাত, রপ্তানি এবং ডিলার নিয়োগ করা যাবে।

নতুন ব্যবসা শুরু করার জন্য কোম্পানিটিকে তার সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এর জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে। এই সম্মতি নিতে কোম্পানিটি আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে কারখানা প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৪ ডিসেম্বর।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত সংঘস্মারকে জুতা, ব্যাগ ইত্যাদি উৎপাদনের পাশাপাশি এগুলো রপ্তানি, স্থানীয় বাজারে ডিস্ট্রিবিউটরশিপ এবং ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনারও সুযোগ রাখা হচ্ছে।

সান বিডি/এসকেএস