সূচক বাড়লেও কমেছে লেনদেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৫:১৭:০৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকও বৃদ্ধি পেয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়েছে। তবে শরিয়াহ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে ৫৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৭ কোটি টাকার কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকার।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।
অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। সিএসইতে আজ মোট ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস