লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৫:২৪:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে প্যারামাউন্ট টেক্সটাইল এর লেনদেন ছাড়িয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ২৮ লাখ ১৮ হাজার ৪৫২ টি শেয়ার। লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড । লেনদেন হয়েছে ৩৯ লাখ ৯৯ হাজার ৪৬৬ টি শেয়ার । যার বাজার মূল্য ১৮ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার টাকা।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মোট লেনদেন হয় ৩৪ লাখ ৪৮ হাজার ৪২৮ টি শেয়ার যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা ৮৮ হাজার টাকা।

চতুর্থ স্থানে উঠে আসা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয় আজ।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল লিমিটেড,ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, কেয়া কসমেটিক্স লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এম.এল ডাইং, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সান বিডি/এসকেএস