ব্লকে মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৫:৫৩:৫২


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১১টি প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠানের মোট ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া ১১টি কোম্পানির মোট ৩৮ লাখ ৪৮ হাজার ৪০৫টি শেয়ার ২২ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর মোট ২০ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২০ লাখ টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।

এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ টাকার, ফাস ফাইন্যান্সের ১১ লাখ ৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১০ লাখ ৪৭ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১ কোটি ৩৮ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ১২ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৬ লাখ ১২ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস