পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে দর পতনের শীর্ষে উঠে এসেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.১০ টাকা বা ৭.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.৫০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশের ৭.০৪ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৫.৮৩ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৪.৬৫ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমের ৩.৯৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩.৬৮ শতাংশ, দুলামিয়া কটনের ৩.৫৮ শতাংশ এবং ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর ৩.৫০ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস