আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘তারুণ্যের ইশতেহার’ নামে একটি প্রস্তাবনা নিয়ে বিএনপির অফিসে গেছেন বহুল আলোচিত কোটা আন্দোলনের নেতাদের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার দুপুরে আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এ প্রতিনিধি দল। ১৮ সদস্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান।
তিনি বলেন, তারুণ্যের ইশতেহার আমরা সকল রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবো। এখন (দুপুর আড়াইটা) বিএনপি অফিসে এসেছি।
এরপর ঐক্যফ্রন্ট কার্যালয়ের যাব। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করব। আমরা ইশতেহারে আমাদের দাবিগুলো তুলে ধরব।