সমতা লেদার কমপ্লেক্সের ব্যবসায়িক ধরন রপ্তানিকারক হলেও ২০১৭-১৮ অর্থবছরে কোন রপ্তানি হয়নি। যা নিয়ে কোম্পানিটির নিরীক্ষক আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড অপিনিয়ন) করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমতা লেদার কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক হিসাবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (বিএফআরএস) অনুযায়ি ডেফার্ড টেক্স গণনা করেনি। যা নিয়ে নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে।
এছাড়া বাংলাদেশ হিসাব মান (বিএএস) লঙ্ঘন করে নতুন স্থায়ী সম্পদের উপর পূর্ণ বছরের অবচয় গণনা ও টাকা না দিয়েই অগ্রিম প্রদান করা হয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ায় আপত্তি জানিয়েছে নিরীক্ষক।
উল্লেখ্য সোমবার (০৩ ডিসেম্বর) লেনদেন শেষে সমতা লেদারের শেয়ার দর দাড়িঁয়েছে ৪৯.৪০ টাকায়।