ইংল্যান্ড র্চাচের জুরি র্বোড বিনিয়োগকারী এবং ম্যানেজার রবেকোর চাপের মুখে অ্যাংলো রয়্যাল ডাচ কোম্পানী নড়েচড়ে বসেছে।
তারা বলেছেন যে, তারা বিশ্বাস করেন আবহাওয়ার পরিবর্তন এই মুর্হূতে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা বর্তমান সমাজ যেটার মুখোমুখি হচ্ছে।
তিনি শক্তি উৎপাদনের একট উৎস দিবেন এবং লম্বা সময়ের জন্য একটা বিল পরিশোধ করবেন,২০২০ এর একটি শেয়ারহোল্ডার ভোটে।
ওই কোম্পানি এই মুহূর্তে বিনিয়িাগকারীদের সাথে কার্বণ নি:সরণের লক্ষ্য এবং কত পরিমাণ বিনিয়োগ হলে সেটা উপযুক্ত হবে তা নিয়ে কথা বলেছেন। কিন্তু এটা জানা যায় যে, এখানে যে পরিমান বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে ১৩০০ জন উচ্চপদস্থ কর্মচারী এখানে কাজ করতে সমর্থ হবেন।
ডেভিড কামিং নামে আভিভার একজন বিনিয়োগকারী বিবিসি কে জানিয়েছেন,‘‘ এটা শক্তি বৃদ্ধির একটি দলিল, তারা যেটাকে বলে পরিবেশ,সামাজিক এবং সরকারী বিনিয়োগ।’’
‘‘বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হচ্ছেন পরিবেশ এবং এটার সামাজিক উপাদান যেমন কার্বণ নির্গমণ বন্ধ এবং তাতে উৎসাহিত করা যেটা আমরা লক্ষ করছি।’’
তিনি আরো বলেন, অন্যান্য তেল কোম্পানীর উচিত এই উদাহরণ অনুসরণ করা।
‘‘আমরা আরো অনেককে দেখবো এই প্রক্রিয়া অনুসরণ করতে’’মি. কামিং বলেন,‘‘এই চাপ সেজন্যই যাতে তারা সকলেই এই কার্বণ নির্গমন প্রক্রিয়ার আওতায় আসে।’’