শীত এলেই অনেকের সারা শরীর খসখসে হয়ে যায়। এখানেই শেষ নয়, ঠোঁট, কনুই, পা ফেটে যায়। পা ফাটা একটি চরম অস্বস্তিকর অবস্থা। বিশেষ করে নারীদের পায়ের যত্ন নেয়া খুবই জরুরি। পা ফাটা আপনার পায়ের সুন্দর্য নষ্ট করে।
শরীরের নানা যত্ন নিলেও পায়ের দিকে অতোটা নজর থাকে না আমাদের। তাই শীত এলে সবার আগে সৌন্দর্য হারাতে শুরু করে আমাদের পা জোড়া।
আসুন জেনে নেই শীতে পা ফাটা দূর করার উপায়।
একটি পাত্রে নারিকেল তেল বা অলিভ অয়েল নিন। এতে মিশিয়ে নিন গরম গলানো মোম। এবার মোম জমে যাওয়ার আগেই ঈষদুষ্ণ এই মিশ্রণ লাগিয়ে রাখুন পায়ের তলায়।
এরপর খুব বেশি হাঁটাচলা করবেন না, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রক্রিয়া অবলম্বন করতে পারলে ভালো হয়। সকালে উঠে পায়ে জমে যাওয়া মোম-তেলের মিশ্রণ ফেলে দিয়ে পা ধুয়ে নিন। এভাবে যত্ন নিলে পা ফাটা দূর হওয়ার সঙ্গে পায়ের তলা পরিষ্কার ও নরম থাকবে।পা ফাটা দূর করবে নারিকেল তেল
শীত এলেই অনেকের সারা শরীর খসখসে হয়ে যায়। এখানেই শেষ নয়, ঠোঁট, কনুই, পা ফেটে যায়। পা ফাটা একটি চরম অস্বস্তিকর অবস্থা। বিশেষ করে নারীদের পায়ের যত্ন নেয়া খুবই জরুরি। পা ফাটা আপনার পায়ের সুন্দর্য নষ্ট করে।
শরীরের নানা যত্ন নিলেও পায়ের দিকে অতোটা নজর থাকে না আমাদের। তাই শীত এলে সবার আগে সৌন্দর্য হারাতে শুরু করে আমাদের পা জোড়া।
আসুন জেনে নেই শীতে পা ফাটা দূর করার উপায়।
একটি পাত্রে নারিকেল তেল বা অলিভ অয়েল নিন। এতে মিশিয়ে নিন গরম গলানো মোম। এবার মোম জমে যাওয়ার আগেই ঈষদুষ্ণ এই মিশ্রণ লাগিয়ে রাখুন পায়ের তলায়।
এরপর খুব বেশি হাঁটাচলা করবেন না, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রক্রিয়া অবলম্বন করতে পারলে ভালো হয়। সকালে উঠে পায়ে জমে যাওয়া মোম-তেলের মিশ্রণ ফেলে দিয়ে পা ধুয়ে নিন। এভাবে যত্ন নিলে পা ফাটা দূর হওয়ার সঙ্গে পায়ের তলা পরিষ্কার ও নরম থাকবে।