১ ডিসেম্বর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা থাকবে। আজ শনিবার প্রথম দিনের মত বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা রেখে সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। বিএসটিআই’র মহাপরিচালক এ.কে.এম. শামসুল আরেফীন সরকারি ছুটির দিনে চালু হওয়া এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমানসহ সকল উইংয়ের পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ২০ নভেম্বর ২০১৮ তারিখ বিএসটিআই মহাপরিচালক এ. কে. এম. শামসুল আরেফীন ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ঝটিকা সফর করেন। সে সময় তিনি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রতিটা কাউন্টারে গিয়ে সেবা গ্রহীতাদের সেবা প্রাপ্তিতে কোন ধরণের হয়রানির শিকার হতে হয় কিনা সে বিষয়ে জানতে চান। পাশাপাশি বিএসটিআই’র সেবাকে কিভাবে আরও বেশি জনবান্ধব এবং গতিশীল করা যায়। সে বিষয়ে তাদের মতামত চান। এ সময় স্টেকহোল্ডাররা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা প্রদানের জন্য শনিবার খোলা রাখার দাবি জানান। এরই প্রেক্ষিতে মহাপরিচালকের নির্দেশে স্টেকহোল্ডারদের সেবাপ্রাপ্তির সুবিধার্থে প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা প্রদান কার্যক্রম চালু থাকবে।