স্ট্যান্ডার্ড সিরামিকসের লভ্যাংশ ঘোষণায় আপত্তি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৪ ১১:৩১:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকসের লভ্যাংশের বিষয়ে আপত্তি জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান।

নিরীক্ষকের মতে, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে যে লভ্যাংশ ঘোষণা করেছে তা নিয়ম মেনে করা হয়নি। ডিএসই এ তথ্য প্রকাশ করেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষক জানিয়েছে, শেয়ারহোল্ডারদের লভ্যাংশে জন্য ৯ লাখ ২৩ হাজার ৯১৫ টাকা দিবে প্রতিষ্ঠানটি। আলোচ্য সমাপ্ত বছরে কোম্পানিটির নেগেটিভলি রিটেইনড আর্নিং ৯২ লাখ ৫০ হাজার ৬৪০ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মানুযায়ী কোন কোম্পানি নেগেটিভ রিটেইনড আর্নিং এবং ঋণ নেগেটিভ থাকলে লভ্যাংশ দিতে পারে না। কিন্তু স্ট্যান্ডার্ড সিরামিক লভ্যাংশ দিয়ে বিএসইসির আইন লঙ্ঘন করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৭ নভেম্বর।

সান বিডি/এসকেএস