শেয়ার দরে বিক্রি হচ্ছে গ্লাক্সোস্মিথক্লাইন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৪ ১২:০৮:০৯
হরলিক্স বাজারজাতকারী পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ব্যবসা কিনে নিচ্ছে অপর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। শুধু বাংলাদেশ নয় ভারতসহ পৃথিবীর প্রায় ২০টি দেশের হরলিক্সের ব্যবসা যাচ্ছে ইউনিলিভারের হাতে।
সোমবার গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ৮২শতাংশ শেয়ার ইউনিলিভার ১ হাজার ৬৪০ কোটি টাকায় কিনে নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও ভারতসহ পৃথিবীর প্রায় ২০টি দেশের হরলিক্সের ব্যবসা কিনে নিচ্ছে ইউনিলিভার।
বাংলাদেশে গ্ল্যাক্সো হরলিক্স, সেনসোডাইনের মতো ভোক্তা পণ্যের পাশাপাশি ওষুধেরও ব্যবসা করে আসছে প্রায় ৫০ বছর ধরে। গত জুলাইয়ে এসে কোম্পানিটি প্রথমে ওষুধ কারখানা বন্ধের ঘোষণা দেয়। আর সোমবার কোম্পানিটি জানিয়েছে, তারা হরলিক্সসহ ভোক্তা পণ্যের ব্যবসাও বিক্রি করে দিচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যবসা গুটাতে যাচ্ছে বহুজাতিক এই কোম্পানি। বর্তমানে বাংলাদেশে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৬১ জন।
সান বিডি/এসকেএস