ফুল চাষে নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং এ খাতের সংশ্লিষ্ট সকলকে আরো আগ্রহী করে তুলতে 'ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার এক্সিবিশন ২০১৮' আয়োজন করতে যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।
আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ এক্সিবিশন অনুষ্ঠিত হবে। সকাল দশটা থেকে শুরু হয়ে এক্সিবিশন চলবে রাত আটটা পর্যন্ত।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিসিসিআইয়ের চেয়ারম্যান আবুল কাশেম।