পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার সোনালী আঁশ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যার কারণে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সীমা ছিলনা। সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭৩ টাকা।
মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৬৩৯.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬৬.৭০ টাকা বা ১১.৬৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে আরএন স্পিনিংয়ের ৯.৭৬ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৭৪ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৯.৪৪ শতাংশ, বিডি অটোর্সের ৮.৭১ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৮.০৬ শতাংশ, এপোলো ইস্পাতের ৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৪৫ শতাংশ, ওয়াইম্যাক্সের ৭.৩১ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ার দর ৭.১৪ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস