অনুমোদন পেল বাংলাদেশ ভেনচার ক্যাপিটাল

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৫ ০৯:২৮:৪৮


অল্টারনেটিভ ফান্ড ম্যানেজারের অনুমোদন পেয়েছে বাংলাদেশ ভেনচার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। ২০১৫ সালের বিকল্প বিনিয়োগ বিধিমালার অধীনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনার জন্য এ অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে বিএসইসি। এই অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে বিভিসিএল প্রাইভেট ইকুইটি বা ইম্প্যাক্ট ফান্ডের মতো বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা করতে পারবে।

লাইসেন্স প্রাপ্তির কারণে বিভিসিএলের পরিচালক গোলাম মনোয়ার কামাল বিভিসিএলের সকল সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে সমাজে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ব্যবসায় এগিয়ে আসবে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে বিভিসিএল।