আগামী ২০৪১ সালের বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান থাকবে কমপক্ষ্যে ৫০ শতাংশ। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত অর্থমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ২০১৯ সাল বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে উল্লেখযোগ্য বছর হবে। আর ৪১ সালের বাংলাদেশে পুঁজিবাজার অনেক অবদান রাখবে। কারণ বাজার এখন স্থিতিশীল; বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। এটি হবে অন্তত অর্থনীতির ৫০ শতাংশ।
তিনি জোর দিয়ে বলেন, এসব অবদানের পেছনে অর্থমন্ত্রীর অবদান অনেক বেশি। অর্থনীতির সবখানে উন্নতির জন্য তিনি অবদান রেখেছেন। অর্থমন্ত্রীর সহযোগিতায় নতুন প্রজন্মের জন্য একটি তৈরি করছে বিএসইসি। দেশের পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
তিনি বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান অর্থমন্ত্রীর। তার নির্দেশনায় স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন হয়েছে। বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারের কোনো বিষয় নিয়ে গেলে তিনি শুনেছেন,অনুধাবন করেছেন এবং সমাধান করেছেন।
পুঁজিবাজারের আইনগত ভিত্তি ও কাঠামো তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার মতে এরমাধ্যমে পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে। এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে স্মল ক্যাপ মার্কেট ও ক্লিয়ারিং অ্যান্ড সেটেলম্যান্ট হাউজ গঠন করা হচ্ছে।