ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ২৬১ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১২:২৬:৪৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ দিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, দর কমেছে ৯০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬১ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।

অপরদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৫৯ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৫ লাখ ২১ হাজার টাকা।

সান বিডি/এসকেএস