সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য বৃদ্ধিতে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স বেড়েছে ১৬ পয়েন্ট। সূচক বাড়লেও আগের দিনের চেয়ে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকা। সে হিসেবে বুধবার ডিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪২৯ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে মোট ২৯ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস