ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১৬:৪৪:৪৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৮ টি কোম্পানির ২৪ কোটি ৬৯ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানির ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ৮০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার, গ্লাক্সোস্মিথ ১ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার, ইনটেক ১২ লাখ ৮১ হাজার, সায়হাম টেক্সটাইল ৫ লাখ ৮৫ হাজার এবং ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ১৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস