নভেম্বরের শীর্ষ ব্রোকার যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৬ ০৯:৫৩:৩৬


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নভেম্বরের শীর্ষ ব্রোকারদের তালিকা প্রকাশ করেছে। বরাবরের মতো নভেম্বরেও শীর্ষ স্থান ধরে রেখেছে লংকাবাংলা সিকিউরিটিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। তৃতীয় অবস্থানে ইবিএল সিকিউরিটিজ, চতুর্থ অবস্থানে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং পঞ্চম অবস্থানে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি।

এর পরে রয়েছে সিটি ব্রোকারেজ, ইউসিবি ক্যাপিটাল, শেলটেক ব্রোকারেজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটজ

শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকার হাউজগুলো হচ্ছে, ইউনাইটেড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।