মিথুন নিটিংয়ের বেড়েছে লোকসান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১০:৪৫:৪১
পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড) লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এ সময় কোম্পানিটির লোকসান সাড়ে ১৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩৭ টাকা। সে হিসেবে কোম্পানির লোকসান ০.০৫ টাকা বা ১৩.৫১ শতাংশ বেড়েছে।
এছাড়াও কোম্পানির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৩ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভি) পরিমাণ হয়েছে ১৯.৩৩ টাকা।
সান বিডি/এসকেএস