তাল্লু স্পিনিংয়ের লোকসান কমেছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১০:৫৩:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ১০ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) এই লোকসান কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৯ টাকা। এ হিসাবে লোকসান কমেছে ০.০৩ টাকা বা ১০ শতাংশ।
কোম্পানিটির চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১১.৭১ টাকা
সান বিডি/এসকেএস