২ কোম্পানির শেয়ার হল্টেড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১২:৫১:১৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তুং হাই নিটিং এন্ড ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ১৮ লাখ ৮৪ হাজার ৭৯৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। বুধবার, ০৫ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ১০ টাকা ১০ পয়সা ।
এদিকে সকাল ১১টা ৩৫ মিনিট পর্যন্ত তুং হাই নিটিং এন্ড ডায়িং লিমিটেডের স্ক্রিনে ৫ লাখ ৫৪ হাজার ১২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। বুধবার, ০৫ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ৪ টাকা ৯০ পয়সা ।
সান বিডি/এসকেএস