খাশোগি হত্যায় সালমানের সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৬ ১৩:২১:১৮

গত ২ অক্টোবর সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে হত্যা করা হয়।এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্কের একটি আদালত।
জানা গেছে, যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ওই দুই সহযোগী হলেন-মেজর জেনারেল আহমেদ আল আসিরি এবং সৌদ আল কাহতানি। ধারনা করা হচ্ছে, এই দুই ব্যক্তি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
খাশোগি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সৌদির ওপর তুর্কি সরকারের অব্যাহত চাপের অংশ হিসেবে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













