দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ-উন্নয়নশীল দেশ হওয়ার পথে’ শীর্ষক সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইসিএমএবির সচিব আব্দুর রহমান খান।
সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সুভাশীষ বসুর পরিচালনায় ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং সীমাবদ্ধতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। মামুনুর রশীদের পরিচালনায় ‘উন্নয়নশীল দেশ হিসেবে সীমাবদ্ধতাকে সম্ভাবনায় রূপান্তর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করবেন আইডিএলসির প্রধান নির্বাহী আরিফ খান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম।