সূচকের পতনে শেষ হলো লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১৫:১৮:১০


টানা চার কার্যদিবস উত্থানের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। পতনের সঙ্গে এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, দর কমেছে ২০২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।  ডিএসইতে ৫১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৫ কোটি টাকার কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি টাকার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৬৪ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। সিএসইতে  মোট ২২ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস