প্রাইম ইসলামী লাইফ গেইনারের শীর্ষে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৬ ১৬:২১:১১
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৮.১০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৫২.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪৫ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৪ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭.১৪ শতাংশ, আনলিমাইয়ার্ন ডাইংয়ের ৭.১২ শতাংশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৬.২৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৫.১৩ শতাংশ, রেকিট বেনকিজারের ৫ শতাংশ এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৯২ শতাংশ বেড়েছে।