বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা স্পিনার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৭.২০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে ডেল্টা স্পিনার্সের শেয়ার দর দাঁড়ায় ৬.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৬.৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.৮২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১৭ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৭৭ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৫.৩৬ শতাংশ, সিমটেক্সের ৪.৮৯ শতাংশ, ফার কেমিক্যালের ৪.৭৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৬০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৪৯ শতাংশ এবং জেনারেশন নেক্সটের শেয়ার দর ৪.৩৫ শতাংশ কমেছে।