একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ঘোষণা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় পল্টনে জোটের কার্যালয় থেকে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল। সকালে জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ বিকেল ৩টায় তাঁরা ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হলো।
এর আগে গতকাল রাতে বিএনপি তাঁদের প্রার্থী ঘোষণা করতে চেয়েছিলেন সেটিও ঐক্যফ্রন্টের আপত্তির কারণে বাতিল করা হয়। কবে নাগাদ বিএনপি প্রার্থী ঘোষণা করবে এবং কেন বন্ধ রাখা হয়েছে, বিএনপি থেকে কিছুই জানানো হয়নি।