সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনেদেন ৭৫ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৮ ১০:৫৭:৫৩


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠানের মোট ৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩০ শতাংশ কম। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন আগের সপ্তাহ থেকে ৩২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা বা ২৯.৮৮ শতাংশ কম হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিক হোটেলের। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার, ইনটেকের ৪৬ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ১২ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১ কোটি ৩৮ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ১ কোটি টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৩০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৫ লাখ ১০ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৯ লাখ ৫০ হাজার টাকার, আমান কটনের ৯ লাখ ১০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৪০ হাজার টাকার, আমান ফিডের ৫ কোটি ২০ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার, ওয়াটা কেমিক্যালের ৯ লাখ ৯০ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৮৭ লাখ টাকার, শেফার্ডের ৮ লাখ ৮০ হাজার টাকার, সিলভা ফার্মার ৭ লাখ ২০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩ কোটি ৪০ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ১১ লাখ ১০ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকার এবং গ্রামীণফোনের ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস