সাপ্তাহিক দর পতনের শীর্ষে এমএল ডায়িং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৮ ১১:২১:৫০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহের ব্যবধানে দর পতনের শীর্ষে উঠে এসেছে এমএল ডায়িং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক শূন্য ৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৬৩ কোটি ৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। টানা তিন কার্যদিবস ধরে কমছে শেয়ারটির দর। এক মাসে দর ৩৭ টাকা ৭০ পয়সা থেকে ৫৫ পয়সার মধ্যে ওঠানামা করে। ডিএসইতে বৃহস্পতিবার এমএল ডায়িং শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ২৭ শতাংশ বা ৬০ পয়সা কমে দাঁড়ায় ৪৬ টাকা ৬০ পয়সায়।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টে এজিএমের আয়োজন করেছে। এর আগে ২৯ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে এমএল ডায়িং।

সান বিডি/এসকেএস