ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহের ব্যবধানে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৮ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে আট কোটি ৪১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ ৪২ কোটি ছয় লাখ ২০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর এন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিদিন এক কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে), ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল ইসমলামিক মিউচুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এমবি ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সান বিডি/এসকেএস