ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে শনিবার সকালের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে ১১ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া, গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎকরা।
পুলিশ জানানয়, আহতদের পুঞ্চের মান্ডি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে জম্মুর একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীরের লোরান থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল বাসটি। দ্রুত গতিতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পালেরার কাছে বাঁক নেয়ার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাহাড়ি ওই রাস্তা থেকে বাসটি ১০০ মিটার নিচে খাদে পড়ে যায়।
এ সময় খাদের পাথরে ধাক্কা খেয়ে বাসের ছাদ উড়ে যায়। আলাদা হয়ে যায় বাসের সামনের অংশটিও। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীদের একটি দল। উদ্ধারকাজে স্থানীয়রাও এগিয়ে আসে।