প্রিমিয়ার লিগে জেমস মিলনারের ৫০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মোহামেদ সালাহ। তার দুর্দান্ত পারফরম্যান্সেই বোর্নমাউথকে তাদের মাটিতেই ৪-০ ব্যবধানে হারালো লিভারপুল। চার গোলের তিনটিই করেন সালাহ। মৌসুমে এটি তার প্রথম হ্যাটট্রিক। অন্য গোলটি আসে বিপক্ষ দলের খেলোয়াড়ের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে লিভারপুল। গোলও পেয়ে যায় ২৫ মিনিটের মাথায়। ডি বক্সের ভেতর রবার্তো ফিরমিনোর শট বোর্নমাউথ গোলরক্ষক রুখে দিলেও রিবাউন্ড থেকে গোল করেন সালাহ।
প্রথমার্ধে ওই এক গোল নিয়েই বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকেই ফিরেই আবারো গোল করে বসেন সালাহ। ৪৮ মিনিটে রবার্তো ফিরমিনোর বাড়ানো বলে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন।
৬৯ মিনিটে বোর্নমাউথ ডিফেন্ডার কর্কের আত্মঘাতী গোলে ০-৩ গোলের লিড পায় লিভারপুল। ৭৭ মিনিটে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। এবার সেই কর্কের ভুলে বল পেয়ে সেটিকে গোলে পরিণত করেন তিনি।
এ জয়ে ম্যান সিটির থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টের ব্যবধানে লিগের শীর্ষে উঠে আসলো লিভারপুল। ম্যাচ শেষে নিজের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি জেমস মিলনারের ৫০০তম ম্যাচ উপলক্ষে তাকে উপহার দেন সালাহ।